জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভূক্ত মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ছাত্রীদের ভর্তি বিজ্ঞপ্তি : ২০২১/২০২২ সালের HSC পাস(৪র্থ বিষয়সহ) ও ২০১৯/২০২০ সালে SSC পাস (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে নূন্যতম জিপিএ-৩.০ সহ উভয় পরীক্ষা মিলে কমপক্ষে জিপিএ-৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে ০৫/০৪/২০২৩ খেকে ০৮/০৫/২০২৩ ইং তারিখের মধ্যে প্রাথমিক আবেদন ফরম পূরন পূর্বক প্রিন্ট কপিসহ আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে এসে জমা দিতে হবে।
প্রয়োজনে যোগাযোগ:01713724826
অধ্যক্ষ
মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ
পদ্মা আবাসিক এলাকা,
রাজশাহী-6207