উচ্চ মাধ্যমিক পাসকৃত যে সকল শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পঠিতব্য বিষয়ের মধ্যে গার্হস্থ্য অর্থনীতি অথবা মনোবিজ্ঞান বিষয় আছে এবং জিপিএ ৩ আছে সে সকল শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেও (ক) মেধা তালিকায় স্থান পায়নি (খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি (গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী অত্র কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ভর্তির জন্য রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে। ১জন শিক্ষার্থী রিলিজ স্লিপের জন্য পছন্দের মোট ৫টি কলেজে আবেদন করতে পারবে। তার মধ্যে অত্র কলেজে ভর্তির জন্য ১ নম্বর চয়েস দিতে হবে । শিক্ষার্থীদের ১৮/১০/২০২১ তারিখ থেকে ৩১/১০/২০২১ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট www.nu.ac.bd/admissions থেকে Applicant’s Login এর মাধ্যমে ধারাবাহিকভাবে রিলিজ স্লিপ ফরম পূরন পূর্বক ডাইনলোড করতে পারবে। ডাউনরোডের পর প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে । পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপের তালিকা প্রকাশ করলে এবং সে তালিকা অনুযায়ী ভর্তির তারিখ নির্ধারণ করলে সে অনুযায়ী কলেজের সাথে যোগাযোগ স্বাপেক্ষে চুড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি বিষয়ক যোগাযোগের জন্য-০১৯১৭১২৮৯৮১ অথবা ০১৭৬২৭২৩৫৭৮ অথবা ০১৭১৩৭২৪৮২৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক নির্দেশিকা :HONS_Guideline
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির বিজ্ঞপ্তি :notice_2446_pub_date_16102021