Message from Principal

উত্তরবঙ্গ তথা বাংলাদেশের অন্যতম সুন্দর, পরিচ্ছন্ন ও শান্তির শহর রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছ-পালা পরিবেষ্ঠিত ছায়াঘেরা মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। কলেজটি রাজনীতি ও ধুমপানমুক্ত সেই ১৯৮৬ সালে প্রতিষ্ঠত হবার পর থেকে আজ পর্যন্ত।

অনেকে মনে করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজ মানেই রান্না-বান্নার কলেজ। বিষয়টি মোটেই তা নয়। এখানে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে চার বছরের বি, এসসি অনার্স, তিন বছরের বি, এসসি পাস, এক বছরের মাস্টার্স প্রথম পর্ব এবং এক বছরের মাস্টার্স শেষ পর্বে অন্যান্য বিষয়বস্তুর মধ্যে রান্না শেখা খুব সামান্য একটি অংশ। উল্লেখিত শ্রেণিগুলোতে এখানে শেখানো হয় ফলিত শিল্পকলা, গৃহ ব্যবস্থাপনা, বস্ত্র ও পোশাক শিল্প, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, শিশু বর্ধনসহ, বাংলাদেশ স্ট্যাডিজ, ইংরেজি, গৃহস্থালী পদার্থবিজ্ঞান ইত্যাদি। আর এ ধরনের কর্মমুখী শিক্ষার কারণেই আমাদের এখান থেকে ডিগ্রী, অনার্স ও মাস্টার্স পাস করে মেয়েরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন পেশায় নিয়োজিত হতে পারছে এবং যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রীদের শিক্ষার বিষয়ে আমরা যথেষ্ঠ আন্তরিক। আমাদের এখানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত গবেষণাগার সুবিধা ও গ্রন্থাগারের সুবিধা আছে। তবুও প্রতি বছর শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক নতুন বই গ্রন্থাগারে যুক্ত করা হয়। শিক্ষার্থীদের চেষ্টা ও শিক্ষকদের আন্তরিকতার ফল স্বরূপ প্রতিবছর আমাদের কলেজের উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত পরীক্ষার ফলাফল ভলো হয়। এমনকি একবার আমাদের কলেজের একজন ছাত্রী অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পুরস্কারও পেয়েছে। ছাত্রীদের পরীক্ষার ফলাফল যেন আরও ভালো হয় তার জন্য আমরা সবদাই সচেষ্ট। আর বিষয়ে যে কেউ সহযোগীতার হাত প্রসারিত করলে আমরা তা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করবো। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

অধ্যক্ষ, সালমা শাহাদাত।

June 17, 2015
Comments Off on Message from Principal